কর্টানা কি ?
খায় না মাথায় দেয়।
জানেন না জেনে নিন কি করে এই কর্টানা বেগম।
Cortana হলো বুদ্ধিমান ব্যক্তিগত সহকারী মাইক্রোসফট দ্বারা নির্মিত [ Application program ], উইন্ডোজ ফোন ও পিসি এর জন্য ।
মানে এমন একটি এপ্লিকেশন যা আপনার ডিজিটালি সকল রিমাইন্ডার জানিয়ে দেবে, এছাড়া ইন্টারনেট এ উপল্পধ নতুন নিউস,
আবহাওয়া, রেস্টুরেন্ট, রাস্তার দিক নির্ধারণ বা মুদ্রার রেট সব বিসয় আপনাকে জানিয়া দেবে।
খালি আপনাকে আপনার পছন্দের DATA গুলি নোট এ সেভ করতে হবে। ব্যাস কর্টানা রেডি।
আমায়ে যেমন রোজ মনে করিয়া দেয় চেক করতে হবে টিউনমেন্ট রোজ সকাল ৮:৩০ - ৮:৩৫ অবধি
Notification যেমন Show করে ।
Cortana চালু করার জন্য যা যা আপনাকে করেতে হবে তা হলো
প্রথমে CONTROL PANEL এ যান, নিচের ছবির মতো
CONTROL PANEL OPEN হলে Clock, Language, and Region সিলেক্ট করুন, And Press Enter
নিচের ছবির মতো
Region সিলেক্ট করুন, Press ENTER
নিচের ছবির মতো
Change Location সিলেক্ট করুন
নিচের ছবির মতো দেখতে একটা পেজ খুলবে
আপনাকে যে যে সেটিংস গুলা চেঞ্জ করতে হবে সে গুলা হলো।
- Format ট্যাবে, set format as English (United States)
- Home Location ট্যাবে Location ট্যাবে as United States
- এবং সর্বশেষে Administrative ট্যাবে, set Current System Local to English (United States)
যেমন হবে পরিবর্তন টা, দেখালাম নিচের ছবিতে
এছাড়াও, উপরোক্ত পরিবর্তন সূক্ষ্ম কাজ করার জন্য আপনার প্রাথমিক প্রদর্শন ভাষা [ Default Language ] হিসেবে ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র) সেট করতে হবে
এটি ইনস্টল করা না থাকে তবে ডাউনলোড করে নিতে হবে, Click on add a Language থেকে;
তালিকা থেকে নির্বাচন করুন English (United States) এবং তারপর প্রাথমিক [ Default] হিসাবে সেট করুন।
দেখালাম নিচের ছবিতে
এই সব পরিবর্তন সম্পন্ন করার পরে, আপনার পিসি পুনরায় আরম্ভ করুন. সিস্টেম চালু করার পরে,আপনি Cortana কে প্রস্তুত পাবেন আপনাকে সহায়তা করার জন্য।
আপনার Microsoft অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে Cortana ব্যবহারের জন্য ;আপনি Cortana সাথে যোগাযোগ করার জন্য বা ইনপুট দেওয়ার জন্য
মাইক্রোফোন এবং কীবোর্ড ব্যবহার করতে পারেন পারেন। Cortana -র উচ্চারণ আরামদায়ক মনে না হলে, আপনি সেটিংস পরিবর্তন করতে পারেন
সেটিং টি হলো এই প্রকার Speech Setting>> set Speech language as English (US)>> click the box saying Use speech pattern for non native speakers of this language.
দেখালাম নিচের ছবিতে
ব্যাস কর্টানা বেগম রেডি আপনার জন্য. press windows button + s = To start Cortana
তবে একটি গুরুত্বপূর্ণ কথা : If you change your region, you might not be able to shop at Store, or use things you've purchased, like memberships and subscriptions, games, movies, TV, and music in store only . MICROSOFT CORPORATION warning
এই টিউন টি করতে যারা আমাকে রিকোয়েস্ট করে ছিল তাদের কে ধন্যবাদ।
এজাজ ইসলাম,মোঃ আহসান হাবীব এবং কামরান পারভেস ইভান ভাইজানকে এবং
সাইবার ঘোস্ট,ভারতীয় বাঙ্গালী অনেক ধন্যবাদ এই টিউনটির জন্য ও পাশে থাকার জন্য।
আর দয়া করে সবাই টিউমেন্ট করবেন ভালো না লাগলেও।
ব্যক্তিগত মতামত দিবেন [সেটাতো আপনার ব্যক্তিগত ব্যপার দিতেই পারেন,]
ভালো লাগবে আর আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমি তো আছি।
এখনকার জন্য
Thanks for reading my news about What is Cortana & how to start Cortana --Cortana কি এবং Cortana সুরু করিবার প্রক্রিয়া !... at my blog Bros Droid if you want too share this article, please put the resource, and if you think this article is very usefully dont forget to bookmark this site with CTRL + D on your keyboard to web browser.